বারটান-এ বর্তমানে ফলিত পুষ্টি বিষয়ক ১৫টি গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। ২০১৮-১৯ অর্থবছরে বারটান ফলিত পুষ্টি বিষয়ে ১৮ হাজার ০২ জন ব্যক্তিকে খাদ্যভিত্তিক (ফলিত পুষ্টি) বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউপি সদস্য, পুরোহিত, ইমাম, স্থানীয় সমাজ কর্মী, এনজিও প্রতিনিধি কৃষাণ কৃষাণী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন। চলতি অর্থবছরে প্রথমবারের মত এই প্রশিক্ষণের আওতায় বস্তিবাসী, গার্মেন্টস শ্রমিক এবং বিদেশগামী শ্রমিকদের নিয়ে আসা হয়েছে। এছাড়া পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে দেশব্যাপী। বাংলাদেশ বেতারসহ বিভিন্ন রেডিও স্টেশনে বারটান-এর কর্মকর্তাগণ পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৫৩টি বেতার কথিকা উপস্থাপন করেছেন। ফলিত পুষ্টি বিষয়ে দেশজুড়ে ৪১টি সেমিনার আয়োজন করা হয়েছে যেখানে সংশ্লিষ্ট বিষয়ের অংশীজন এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। ভারসাম্যপুর্ণ খাদ্যাভ্যাস বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বারটান ‘পুষ্টি সম্মেলন’ নামে একটি অ্যানিমেটেড শর্ট ফিল্ম নির্মাণ করেছে। এছাড়া ‘আমার পুষ্টি’নামে একটি অ্যান্ড্রয়েড ভিত্তিক মোবাইল অ্যাপলিকেশন তৈরি করা হয়েছে। বারটান- আইনের ধারা ০৮-(ঞ) অনুযায়ী ফলিত পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা কোর্স চালুর লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ০৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের পাঠ্যক্রম প্রণয়ণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস